একমুঠো দেয়ালা তাদের জন্য যাদের এখনো স্বপ্ন হারিয়ে যায় নি। যারা এখনো আবিষ্কারের আনন্দে লেখেন এবং পড়েন। আমাদের দেয়ালা সাহিত্য ও সাহিত্য আলোচনার গ্রুপ। মূলত গদ্য সাহিত্য। গল্প, অনূগল্প, প্রবন্ধ, ঘর ছেড়ে বেরোনোর ডায়েরি মায় উপন্যাস পর্যন্ত সবই চলতে পারে। আমরা লেখকের সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শকে অস্বীকার করি না। কিন্তু সহনশীলতার পরামর্শ দি। আসুন সবাই মিলে একটা সার্থক গ্রুপ গড়ে তুলি।